যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার নাম প্রত্যাহার

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক তালিকা থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের আগে মার্কিন অর্থ বিভাগ এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) আল কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে থাকা আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।

এর একদিন আগে, বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। আল-শারা ছিলেন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে, যা পূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল এবং দীর্ঘদিন আল-কায়েদার সিরীয় সহযোগী শাখা হিসেবে বিবেচিত হতো। ২০১৬ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সাল থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় থাকা এইচটিএসকে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও বাদ দেয়।

গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী জোটের সহায়তায় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন। এরপর এইচটিএস নেতৃত্বাধীন কাঠামোর সমর্থনে আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন আল-শারা, যা হবে যুক্তরাষ্ট্রে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম আনুষ্ঠানিক সফর।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]