জোটে যাওয়ার আগে অন্যান্য দলের অবস্থান পর্যবেক্ষণ করছে গণঅধিকার পরিষদ: নুর

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১১:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১১:১৪:১৭ অপরাহ্ন

গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক জোটে যোগ দেয়নি বলে জানিয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার হওয়ার পরই জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’-এ তিনি এ মন্তব্য করেন।
 

নুরুল হক নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে যদি কোনো দল সন্ত্রাস, চাঁদাবাজি ও মাফিয়াকরণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেয়, তাহলে গণঅধিকার পরিষদ তাদের সঙ্গে সমঝোতার বিষয়ে বিবেচনা করবে। তবে তিনি অভিযোগ করেন, অধিকাংশ রাজনৈতিক দলই এখনো অপরাজনীতি থেকে বের হতে পারেনি এবং ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে।
 

তিনি বলেন, গণঅধিকার পরিষদ এমন রাজনীতি চায় না যা জনগণের ভয়-ভীতি বা দখলদারিত্বের ওপর দাঁড়িয়ে থাকে। দলটি দেশকে মুক্ত ও ন্যায্য রাজনৈতিক সংস্কৃতির পথে নিয়ে যেতে চায়।
 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে, কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য স্থায়ী হয়। তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে ভোটারদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
 

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, শামীম ওসমান ও তার অনুসারীরা একসময় যেভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদা আদায় করত, সেই প্রক্রিয়া এখনো বন্ধ হয়নি। নুর প্রশ্ন তোলেন, “এখন কারা সেই চাঁদা নিচ্ছে?”
 

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নুর বলেন, “আমরা যে রক্ত দিয়েছি, তা বৃথা যেতে দেব না। এই চেতনা থেকেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে।” তিনি তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গঠনে ঐক্যবদ্ধ হতে।
 

সমাবেশে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ও যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি সাব্বির রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]