খুলনা-মোংলা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত, সাতজন আহত

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৮:১৭ অপরাহ্ন

মাত্র তিন দিনের ব্যবধানে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও সুন্দরবন ভ্রমণে যাওয়া মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে দুই যাত্রী নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন খুলনার রুপসা এলাকার ইসমাইল মোড়ল রাজু (৩২) এবং মোংলার দিগরজ এলাকার রবিন রায় (৪০)।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন জানিয়েছেন, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়া বাসটি তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটি হঠাৎ ব্রেক করায় উল্টে পাশের খাদে পড়ে। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং বাস ও মোটরসাইকেলের সাতজন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, মোটরসাইকেলের যাত্রীরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার একই মহাসড়কের তেতুলিয়া ব্রিজ থেকে এক কিলোমিটার দূরে বাবুরবাড়ি এলাকায় মোটরসাইকেল ও অন্য যানবাহনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]