ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্লাড ব্যাংকের রক্ত নেওয়ার পর থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচটি শিশু এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। জেলা প্রশাসক চন্দন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি হাসপাতালের রক্ত সঞ্চালনের মাধ্যমেই শিশুদের দেহে এইচআইভি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের এইচআইভি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এই ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তবে আক্রান্ত শিশুদের পরিবারের অভিযোগ— কেবল আর্থিক সহায়তা নয়, সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, আক্রান্ত শিশুদের বয়স আট বছরের নিচে এবং তারা সবাই নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজনীয়তায় হাসপাতালটিতে যেত। সংক্রমণের খবর জানাজানি হওয়ার পর অনেক পরিবার সামাজিক বঞ্চনার শিকারও হয়েছেন।
একজন শিশুর পরিবার জানিয়েছে, সন্তান এইচআইভি আক্রান্ত হওয়ার পর বাড়িওয়ালা তাদের বাড়ি ছাড়তে বলেছেন। আরেকজন মা অভিযোগ করেছেন, সংক্রমণের খবর জানার পর থেকেই চিকিৎসক ও নার্সদের আচরণে তীব্র পরিবর্তন দেখা যায়।
ঘটনার পর ঝাড়খণ্ড হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারি সকল সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।
এই ঘটনার পর ভারতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও ব্লাড ব্যাংকের মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।