সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার: ভুয়া তথ্য থেকে সতর্ক থাকতে আহ্বান আইএসপিআরের

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:২৭:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:২৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব ভিত্তিহীন প্রচারণা থেকে সাধারণ নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শুক্রবার (৭ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সতর্কতা বার্তা প্রকাশ করা হয়।

সেনাবাহিনীর বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে সেনাপ্রধানকে জড়িয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট ও বাস্তবতার সঙ্গে অসঙ্গত। পোস্টে আরও উল্লেখ করা হয়, জনসাধারণ যেন এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করেন এবং সতর্ক থাকেন।

সতর্কতামূলক ওই বার্তার সঙ্গে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট সংযুক্ত করা হয়। সেনাবাহিনী জানায়, এর আগেও গত ১৯ জুন একই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক সতর্কতা দেওয়া হয়েছিল—পোস্টে তার লিঙ্কও যুক্ত করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]