ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার জেরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদর বাজার এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।
ফরিদপুর–১ আসনে দীর্ঘদিন ধরে দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, অন্যপক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। উভয়পক্ষই ৭ নভেম্বর পালনের জন্য বোয়ালমারী বাজারে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে দুই পক্ষের সমর্থকরা বাজার এলাকায় জমায়েত হতে শুরু করলে উত্তেজনা বেড়ে যায়। যাতায়াতকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া এবং পরে সংঘর্ষে রূপ নেয়। বিকেল সাড়ে চারটার দিকে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ওয়াবদা এলাকায় ঝুনু-সমর্থিত একটি অফিসে হামলা চালায় এবং ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।
এ সময় আশপাশের অন্তত ৮–১০টি দোকান ভাঙচুর করা হয় এবং একই সংখ্যক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও বিক্ষুব্ধ লোকজনের মুখোমুখি হয়ে প্রথমে সরে আসে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সময় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।