ফিনল্যান্ডে নাগরিকত্বের নিয়মে কঠোরতা, বাড়ছে বসবাসের সময় ও আর্থিক শর্ত

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:০৯ পূর্বাহ্ন

ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার শর্ত আরও কঠোর করা হয়েছে। দেশটির পার্লামেন্টে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী, এখন থেকে আবেদন করতে হলে আগে পাঁচ বছরের পরিবর্তে অন্তত আট বছর দেশটিতে বৈধভাবে বসবাস করতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ নতুন নিয়ম কার্যকর হবে, যা অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও কঠিন করে তুলবে।
 

নতুন আইনে শুধু সময়সীমাই নয়, আর্থিক সক্ষমতা ও সামাজিক সহায়তার ওপর নির্ভরশীলতার বিষয়েও কড়াকড়ি আনা হয়েছে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, কেউ যদি নাগরিকত্বের আবেদন করার আগের দুই বছরের মধ্যে তিন মাসের বেশি সময় বেকার ভাতা বা অন্য কোনো সামাজিক সহায়তা নিয়ে থাকেন, তবে তার আবেদন বাতিল হতে পারে।
 

এছাড়া, অপরাধ বা নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কঠোরতা বাড়ানো হয়েছে। আগে কেবল গুরুতর অপরাধের ক্ষেত্রেই নাগরিকত্ব বাতিল করা যেত, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী দুই বছরের বেশি কারাদণ্ড হলে নাগরিকত্ব হারানোর সম্ভাবনা তৈরি হবে।
 

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো ফিনল্যান্ডে অভিবাসীদের আগ্রহ কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হেলসিঙ্কি ইউনিভার্সিটির গবেষক ড. মজিবুর দফতরি বলেন, “নতুন অভিবাসী প্রায় আসছেন না, জন্মহারও কমছে; অথচ তারা আরও কঠোর আইন করছে।”

ফিনল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই নিউজের তথ্যমতে, প্রতিবছর দেশটিতে প্রায় ১০ হাজার মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]