কালিয়াকৈর পৌরসভায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান, মেয়রের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:২০:০৩ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল পৌরসভায় এ অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে ১৩ কোটি ৯২ লাখ টাকার একটি প্রকল্পের কাজ তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে অনিয়মের মাধ্যমে প্রদান করেন পৌরসভার মেয়র মজিবুর রহমান।
 

দুদকের সহকারী পরিচালক এনামুল হক জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে পৌরসভার কর্মকর্তারা দরপত্র যাচাই-বাছাইয়ের কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। দুদিনের সময়সীমা দিয়ে তাদের প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে বলা হয়েছে; অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
 

অভিযোগ অনুসারে, ২০২৩ সালে শুরু হওয়া IUGP প্রকল্পের ৪র্থ প্যাকেজের অধীনে আইটেক পার্ক আনসার একাডেমি ও আশপাশের এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ বরাদ্দ দেওয়া হয়। তবে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে তৃতীয় দরদাতা ‘ব্রাউন ফিল্ড’-কে কাজের কার্যাদেশ দেওয়া হয়, যা সরকারি ক্রয়বিধির পরিপন্থী। বাদ পড়া দরদাতা প্রতিষ্ঠান বিষয়টি দুদকে অভিযোগ আকারে জানালে সংস্থাটি অনুসন্ধান শুরু করে।
 

দুদকের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাগজপত্রেও অসঙ্গতি পাওয়া গেছে। এই প্রকল্প অনুমোদনের সময় পৌরসভার দায়িত্বে ছিলেন মেয়র মজিবুর রহমান। এ বিষয়ে মন্তব্য চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
 

এর আগে মজিবুর রহমান ও তার পরিবারের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তাকে দুদকের পক্ষ থেকে তলব করা হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]