ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে এনসিপির অনলাইন ও অফলাইন ফরম বিতরণ শুরু

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে।
 

অনলাইন আবেদনকারীরা nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি ফরম পূরণ ও জমা দিতে পারবেন। অন্যদিকে, অফলাইন আবেদনকারীরা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। বিকল্পভাবে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও যোগাযোগ করে ফরম পাওয়া যাবে।
 

দলটির নির্দেশনা অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ নভেম্বর। আবেদন ফরমে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, নির্বাচনী এলাকা, রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ইত্যাদি মৌলিক তথ্য প্রদান করতে হবে।
 

বিভাগীয় পর্যায়ে ফরম সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের তালিকাও প্রকাশ করেছে এনসিপি। রংপুরে ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস. এম. সুজা উদ্দীন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দায়িত্ব পালন করবেন।
 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]