ট্রাম্পের মন্তব্য: ‘জোহরান মামদানিকে বেছে নিয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি’

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১১:৩০:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১১:৩০:৩৭ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কের ভোটাররা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে মেয়র হিসেবে নির্বাচিত করে যুক্তরাষ্ট্র ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। ট্রাম্প আরও বলেন, দেশের সবচেয়ে বড় শহরটি এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে।
 

মায়ামিতে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, নিউইয়র্কের বড় জয় পেরিয়ে অনেক মানুষ কমিউনিজম থেকে পালিয়ে ফ্লোরিডায় আশ্রয় খুঁজতে পারে। ট্রাম্প বলেন, এখন মার্কিনদের সামনে স্পষ্ট এক সিদ্ধান্ত— কমিউনিজম বনাম সাধারণ বুদ্ধি, অর্থাৎ ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন বনাম অর্থনৈতিক সাফল্যের বিস্ময়’।
 

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হওয়ায় ট্রাম্পসহ রক্ষণশীল মহল, ব্যবসায়ী ও মিডিয়া বিশ্লেষকরা তাকে মুসলিম পরিচয় এবং নীতিমালা কেন্দ্র করে সমালোচনা করেছেন।
 

জোহরান বিজয়োৎসবে বলেন, “যদি কেউ দেখাতে পারে যে ট্রাম্পের কারণে একটি দেশ প্রতারিত হয়েছে, তবে সেটা দেখাবে সেই শহরই, যেখান থেকেই তিনি উঠে এসেছেন।”
 

এই জয়, পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনের ডেমোক্র্যাটদের সাফল্য, আগামী মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আবহে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
 

এদিকে, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘Truth Social’-এ বলেন, নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ সরকারের অচলাবস্থা এবং তার ব্যালটে না থাকা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]