গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:৫৪:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:৫৪:০৬ পূর্বাহ্ন

ফ্রান্স প্রবাসী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠের সঙ্গে ‘শ্যামাপাখি’ নামের ওই বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।  

বুধবার (৫ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য এ অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

 

তবে এলাকাবাসীর ধারণা, দু’জন মাদকসেবী ওই বাড়ির সামনে মাদক সেবন করে উপকরণ ফেলে গেছে। 

 

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ, দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ। 


এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে ও ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে দুই তরুণ পিনাকীর বাড়ির সামনে ছিল। ধারণা করা হচ্ছে, তারা মাদকসেবী হতে পারে। মাদকসেবনের পর তারা দরজার সামনে উপকরণ ফেলে গেছে। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]