নিউইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ১০:৪৮:৪৮ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আবারও সতর্ক করেছেন। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মামদানিকে সফল হতে সহায়তা করতে চান, তবে তার জন্য নতুন মেয়রকে ‘ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল’ হতে হবে। অন্যথায় সফল হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।
 

৪ নভেম্বরের নির্বাচনে ইতিহাস গড়ে নিউইয়র্কের প্রথম মুসলিম ও শত বছরের মধ্যে সবচেয়ে কম বয়সি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। তরুণ ও স্বল্প আয়ের ভোটারদের বিপুল সমর্থনে তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী অংশের বিরোধিতা উপেক্ষা করে জয় ছিনিয়ে নেন।
 

নির্বাচনের পরদিনই কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে সংবাদ সম্মেলন করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এগিয়ে নিতে একটি ট্রানজিশন টিম গঠনের ঘোষণা দেন মামদানি। তিনি জানান, নিউইয়র্কের উন্নয়ন তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত আছেন।
 

মামদানির এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাকে ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, নইলে তার সফলতার কোনো সম্ভাবনা নেই।” তবে পরে ট্রাম্প বলেন, তিনি মামদানিকে নয়, বরং নিউইয়র্ক শহরকেই সফল দেখতে চান।
 

এর আগে ফ্লোরিডার মিয়ামিতে এক ব্যবসায়ী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প নতুন মেয়রকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, “কমিউনিস্ট, মার্কসবাদী ও বিশ্বায়নবাদীরা আমেরিকার জন্য বিপর্যয় ডেকে এনেছে। এখন দেখা যাক নিউইয়র্কে একজন কমিউনিস্ট কীভাবে কাজ করে।”
 

জোহরান মামদানির এই ঐতিহাসিক জয়কে মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে অনেকেই আশঙ্কা করছেন, ওয়াশিংটন ও নিউইয়র্কের নতুন প্রশাসনের সম্পর্ক শুরু থেকেই উত্তপ্ত হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]