গাজায় থাকা আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় এই হস্তান্তর সম্পন্ন হয় বলে আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিহত ওই জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া জিম্মিদের দেহাবশেষের সংখ্যা দাঁড়াল ২২-এ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হামাস আরও ছয়জনের মরদেহ ফেরত দেবে— যাদের মধ্যে রয়েছেন একজন থাই ও একজন নেপালি নাগরিক।
গত মাস থেকেই যুদ্ধবিরতির অংশ হিসেবে মৃত ইসরায়েলিদের দেহাবশেষ ফেরত দিচ্ছে হামাস। চুক্তি অনুযায়ী, মোট ২৮ জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।
ইসরায়েল অভিযোগ করছে, হামাস ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া বিলম্ব করছে। তবে হামাসের দাবি, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক মরদেহ চাপা পড়ে থাকায় উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ইতোমধ্যে ধাপে ধাপে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি দিয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তও কার্যকর রয়েছে।
তবে যুদ্ধবিরতি বজায় রাখা নিয়ে দুই পক্ষের মধ্যেই পারস্পরিক দোষারোপ অব্যাহত আছে, আর গাজার বিভিন্ন এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।