রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রাউজানে দেওয়াল ধ্বসে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১২:২০:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১২:২০:১৫ পূর্বাহ্ন
রাউজানে বসতভিটার সীমানা প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেওয়াল ধ্বসে মো. মেহেরাজ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ সুফি জান মোহাম্মদ শাহ (রহ.) এর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেরাজ নোয়াখালী জেলার বাসিন্দা ও রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের একটি কলোনিতে বসবাসকারী আবদুল খালেকের ছেলে।
 
স্থানীয় লোকজন জানায়, দুপুরে শিশু কিশোরেরা খেলার সময় স্থানীয় রাশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন জায়গার ঝুঁকিপূর্ণ সীমানা প্রচীরের দেওয়াল ভেঙে এক কিশোর চাপা পড়ে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাউজানের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অপারেশন শেষে বিকালে ওই কিশোরের মৃত্যু হয়।
 
মো. সাহেদ নামে এক ব্যক্তি বলেন, দেওয়ালটি ঝুঁকিপূর্ণ ছিল। নির্মাণ শ্রমিক দ্বারা দেওয়ালটি ভাঙার সময় কিশোর চাপা পড়ে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেওয়াল ধ্বসে কিশোরের মৃত্যুর ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা আসলে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]