রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল তিন বছরেও চালু হয়নি, চিকিৎসকদের তিন দফা দাবি

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০২:২৩:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০২:২৩:৫০ পূর্বাহ্ন

তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনো চালু হয়নি দেশের একমাত্র সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল। জনবল নিয়োগে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতায় হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চিকিৎসাসেবা দিতে পারছে না। এ অবস্থায় দ্রুত হাসপাতাল চালুর দাবিতে তিন দফা দাবি তুলেছেন বিএমইউয়ের চিকিৎসকেরা।
 

বুধবার সকাল ১১টার দিকে বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে চিকিৎসকেরা হাসপাতালটি সম্পূর্ণরূপে চালু করার পাশাপাশি শিক্ষক ও মেডিকেল অফিসার নিয়োগ এবং পূর্ণাঙ্গ হোস্টেল নির্মাণ ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পর দেশের প্রশাসন ও অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন এসেছে, কিন্তু বিএমইউতে তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি।
 

বক্তারা জানান, কোরিয়ার অর্থায়নে কয়েক হাজার কোটি টাকায় নির্মিত এ সুপার স্পেশালাইজড হাসপাতাল এখনো জনবল সংকটে ভুগছে। বর্তমানে বিএমইউতে ৬৫টি মেডিকেল অফিসারের পদ খালি রয়েছে, পদোন্নতির কারণে ২২৬টি পদ স্থগিত, আর হাসপাতালটিতে আরও ৩৫৮টি পদ শূন্য রয়েছে। দ্রুত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে হাসপাতালটি পূর্ণ সক্ষমতায় চালু করার দাবি জানান তারা।
 

চিকিৎসকেরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বহু রেসিডেন্টের থাকার উপযুক্ত হোস্টেল না থাকায় তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন, যা তাদের কাজ ও শিক্ষায় বিঘ্ন সৃষ্টি করছে। অফথালমোলজি বিভাগের রেসিডেন্ট ডা. মো. নাজমুল হাসান বলেন, “বাংলাদেশে চিকিৎসকদের দক্ষতার ঘাটতি নেই, সুযোগ সীমিত। যথাযথ সুযোগ-সুবিধা পেলে তারা জাতীয়ভাবে আরও বড় ভূমিকা রাখতে পারবেন।”
 

এ সময় ডা. আবু ইউসুফ আব্দুল্লাহ বলেন, “৫ আগস্টের পর দেশজুড়ে সংস্কারের ধারা শুরু হলেও বিএমইউ এখনো তার পূর্ণ সংস্কারের আওতায় আসেনি। দ্রুত নিয়োগ ও আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন না হলে এই বৃহৎ বিনিয়োগের সুফল জনগণ পাবে না।”
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের ডা. আবু রায়হান রাজি, ডা. মাহমুদুর রহমান মাজেদ, ডা. আবুল বাশারসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]