সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু নির্বাচন: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:১০ অপরাহ্ন
সেনাবাহিনী দেশের জনগণের মতো সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের সঠিক সময়সূচি মেনে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও দৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী পুনরায় সেনানিবাসে ফিরতে পারবে।
 
জেনারেল মাইনুর রহমান জানান, সেনাবাহিনী ইতিমধ্যেই সরকারের রূপরেখার ওপর ভিত্তি করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সীমিত পরিসরে চলমান প্রশিক্ষণ কার্যক্রমেও নির্বাচনের সময় দায়িত্ব পালনের প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলি—‘We train as we fight’। তবে গত ১৫ মাস ধরে মাঠে থাকায় স্বাভাবিক প্রশিক্ষণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।”
 
তিনি আরও উল্লেখ করেন, এই দীর্ঘ সময় সেনাবাহিনী চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করেছে এবং বেসামরিক প্রশাসনের সহায়তায় তাদের কার্যক্রম সহজ ছিল না। তবুও সদস্যরা উচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন।
 
শেষে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আশা প্রকাশ করেন, রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে এলে সেনাবাহিনী পুনরায় তাদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রস্তুতির কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]