আগামী ডিসেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অন্তত ৩০০ সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের লক্ষ্য জাতীয় মিডিয়ার মান উন্নয়ন এবং জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত করে ইতিবাচক পরিবর্তন আনা।
বুধবার (৫ নভেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’ সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, “দেশের স্বার্থে জুলাই যোদ্ধাদের মিডিয়ায় আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার উন্নত মানের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান মিডিয়ায় অনেকেই রাজনৈতিক প্রভাবের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, এবং জুলাই যোদ্ধাদের যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। আগামী ডিসেম্বর মাসে এই তিন সংস্থার মাধ্যমে ৩০০ জনেরও বেশি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা মাহফুজ আলম এই প্রশিক্ষণের অংশগ্রহণে জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেছেন। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন। এছাড়া উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক এবং উপ-পরিচালক সুমনা পারভীন বক্তব্য দেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না নিজেদের অনুভূতি শেয়ার করেন।