চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ: নিহত ১, এরশাদ উল্লাহসহ আহত কয়েকজন

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫৭:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি প্রার্থীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
 
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন সশস্ত্র ব্যক্তি হঠাৎ গুলি চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরোয়ার হোসেন বাবলার বুকে কাছ থেকে গুলি লাগে, ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
 
গুলিবর্ষণে আহত বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ অন্যান্যদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
 
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ–অক্সিজেন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদ’-এর বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে।
 
এদিকে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]