পাকিস্তানের তারবেলায় মিলল বিশাল স্বর্ণভান্ডার: ৬৩৬ বিলিয়ন ডলারের সোনা বদলে দিতে পারে পাকিস্তানের ভাগ্য

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:৫০:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:৫০:২৪ অপরাহ্ন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা অঞ্চলের মাটির নমুনা পরীক্ষায় বিপুল স্বর্ণভান্ডারের সন্ধান মিলেছে। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের স্বর্ণের মজুদ সেখানে বিদ্যমান। বিষয়টি প্রকাশ করেছেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর।
 
সোমবার করাচিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ গহর বলেন, তারবেলার এই স্বর্ণসম্পদ পাকিস্তানের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী সন্ধান। তার দাবি, মজুদকৃত সোনা দেশের বর্তমান বৈদেশিক ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত। বিষয়টি ইতিমধ্যে দেশটির স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকে অবহিত করা হয়েছে।
 
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন নাগাদ দেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে প্রায় ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন রুপি), যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এ অবস্থায় তারবেলার স্বর্ণভান্ডার পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে বড় সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 
হানিফ গহর আরও জানান, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার খনন কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগ চলছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রকল্পের কাজ শুরু হবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই তারবেলার মাটি থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে।”
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]