মোহাম্মদপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০২:০৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০২:০৫:৫১ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাদেরবাদ হাউজিং এলাকার হাই হেরিটেজ বিল্ডিং-এ আগুন লাগে। ভবনের বাসিন্দাদের ধারণা, দ্বিতীয় তলার বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
 

প্রচণ্ড ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক বাসিন্দা ছাদে আশ্রয় নেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
 

ফায়ার সার্ভিসের আসাদগেট কন্ট্রোল রুম জানিয়েছে, ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দলও উদ্ধারকাজে সহায়তা করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]