রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে: পুতিন

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০২:০১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০২:০১:১২ অপরাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে; ওই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে প্রাথমিকভাবে প্রায় তিনগুণ দ্রুত হবে এবং ভবিষ্যতে হাইপারসনিক গতিতেও পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে পারে। তিনি এটিকে বুরেভেসনিক ও পোসেইডন প্রজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত পর্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন।
 

বিস্তারিত: মস্কোয় এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো বুরেভেসনিক ও পানির-অন্তর্নিহিত পোসেইডন প্রকল্পের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। অনুষ্ঠানে তিনি বুরেভেসনিক ও পোসেইডন প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীকে সম্মান জানান এবং বুরেভেসনিককে রাশিয়ার জন্য ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে বর্ণনা করেন।
 

পুতিনের বক্তব্য অনুযায়ী, বুরেভেসনিক পরীক্ষার সময়ে (প্রতিব্যক্তি অনুসারে) পরীক্ষাস্থলের কাছে ন্যাটো একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, যদিও মস্কো তাদের কার্যক্রমে বাধা দেয়নি। তিনি আরও জানান, পোসেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং উভয় প্রকল্পে প্রয়োগ করা প্রযুক্তি পরস্পর পরিপূরক। পাশাপাশি তিনি দাবি করেন, এসব দেশীয় প্রযুক্তি কেবল সামরিক ক্ষেত্রে নয়—বেসামরিক খাতেও নতুন সুযোগ উন্মোচন করবে।
 

পুতিন বলেন, রাশিয়া কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক হুমকি নয়, অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মতোই নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও যুক্তি দেন, চলতি বছরে সারমাত (ব্যবহৃত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক সিস্টেম হিসেবে উল্লিখিত) কে যুদ্ধ-পরীক্ষায় ব্যবহার করবে ও আগামী বছরে সেটিকে পূর্ণাঙ্গভাবে যুদ্ধ-অবস্থায় মোতায়েন করা হবে। রাশিয়ার সামরিক সূত্র থেকে দেয়া তথ্য অনুযায়ী, বুরেভেসনিকের পরীক্ষার সময় এটি দীর্ঘ সময় উড়ে বহু কিলোমিটার দূরত্ব পেরিয়েছে—পুতিন এই পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দিয়েছেন।
 

প্রেক্ষাপট ও তাৎপর্য: বুরেভেসনিক (বহুবার আলোকিত হিসেবে) এবং পোসেইডন নামক প্রকল্পসমূহই রাশিয়ার যানবাহন-ভিত্তিক আধুনিককরণ কর্মসূচির অংশ। উভয় প্রকল্পই দীর্ঘ পাল্লার, সমুদ্রভিত্তিক বা জলাতল-সম্পর্কিত ক্ষমতা জোরদার করার লক্ষ্যে তৈরি—যা কৌশলগত ভারসাম্য ও প্রতিরক্ষা ধারণাকে প্রভাবিত করে। এমন সময়েই রাশিয়া নতুন পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা করেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা আলোচনা ও কূটনৈতিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।
 

উৎস: আনাদোলু সংবাদসেবা (রুশ রাষ্ট্রীয় বক্তব্য অনুবাদ ও উপস্থাপনা অনুযায়ী)।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]