গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, এক ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১০:২৯:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১০:২৯:২৯ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটের দিকে আমবাগ বাবুর্চি মোড়ের একটি ঝুট গুদামে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ও ভোগড়া ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট মালামাল আগুনে পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]