নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, যিনি শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। বুধবার (৫ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানিয়েছে।
বহুল আলোচিত এ নির্বাচনে মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেছেন। নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে উপস্থাপন করা মামদানি নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির নতুন অধ্যায় সূচনা করেছেন বলে বিশ্লেষকদের মত।
এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। প্রায় ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্ক সিটির ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোটের ঘটনা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
ডেমোক্রেট প্রার্থী মামদানি নিজ এলাকার অ্যাস্টোরিয়া কেন্দ্রেই ভোট দেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো ও শহরের সাধারণ নাগরিকদের অর্থনৈতিক স্বস্তি দেওয়ার অঙ্গীকার করেন, যা তরুণ ভোটারসহ বহু নাগরিকের সমর্থন পেতে সহায়তা করে।
বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় নির্বাচন, যেখানে একজন মুসলিম প্রার্থী নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে জয়লাভ করেছেন। এই জয় মার্কিন রাজনীতিতে বৈচিত্র্য, সহনশীলতা ও প্রগতিশীলতার নতুন বার্তা বহন করছে।