প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্প বাতিল করার ব্যাখ্যা দিল সরকার

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:৪৩:২৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকার আজ জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্প বাতিল করা হয়েছে। সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, প্রকল্পটির পরিকল্পনায় ত্রুটি থাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি থেকে সরে এসেছে।
 
সরকারের ব্যাখ্যা অনুযায়ী, প্রাথমিকভাবে ২,৫০০ ক্লাস্টারে সমসংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনা ছিল। তবে সচিব কমিটি মত দিয়েছে, এত অল্প সংখ্যক শিক্ষকের মাধ্যমে কার্যকর সুফল পাওয়া সম্ভব নয় এবং এতে অসাম্য সৃষ্টি হতে পারে।
 
দেশে বর্তমানে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ক্লাস্টারভিত্তিক নিয়োগ বাস্তবায়িত হলে একই শিক্ষককে ২০টিরও বেশি বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে হতো, যা নিয়মিত শ্রেণিকাজ পরিচালনা করা প্রায় অসম্ভব।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে পর্যাপ্ত অর্থের সংস্থান থাকলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ সৃজন এবং নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]