মসজিদে নববীর ছাদে আধুনিক ছাউনি স্থাপন সম্পন্ন, তীব্র গরমেও নামাজে মিলবে আরাম

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:৪৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:৪৫:৫৯ অপরাহ্ন
সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর (ﷺ) ছাদের নামাজের স্থানে নতুন ও আধুনিক ছাউনি স্থাপনের কাজ সম্পন্ন করেছে মসজিদ প্রশাসন। গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রাতেও উপাসনাকারীদের আরামদায়ক পরিবেশে নামাজ আদায় নিশ্চিত করতে এই উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
মসজিদে নববীর সাধারণ প্রেসিডেন্সি জানায়, ছাদের বিশাল নামাজের স্থানে স্থাপিত এসব ছাউনি সূর্যের তাপ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের তাপ-প্রতিরোধী কাপড়, যা তাপ শোষণ কমিয়ে বাতাস চলাচল বাড়াবে। ফলে জুমার দিন বা হজ মৌসুমে বিপুলসংখ্যক মুসল্লি একত্র হলেও ছাদের ওপর আরামদায়ক পরিবেশ বজায় থাকবে।
 
প্রশাসন আরও জানিয়েছে, উপাসনাকারীদের অভিজ্ঞতা উন্নত করতে তারা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে উন্নত শীতলীকরণ ব্যবস্থা, নামাজের স্থান সম্প্রসারণ, এবং প্রবেশপথের সহজলভ্যতা নিশ্চিতকরণ।
 
এই নতুন ছাউনি স্থাপন প্রকল্পটি মসজিদে নববীর চলমান অবকাঠামো উন্নয়ন ও দর্শনার্থীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।
 
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]