ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজ্যের গাতোরা ও বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাল খাদান এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিলাসপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনে ধাক্কা দেয় কোরবা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সামনের বগিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, যাত্রীবাহী ট্রেনের একটি বগি মালগাড়ির ওপর উঠে গেছে এবং অন্য বগিগুলো পাশের ট্র্যাকে ছিটকে পড়েছে।
ঘটনার পর রেলওয়ে কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভারতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহটি ঘটে ২০২৩ সালের জুনে ওডিশার বালেশ্বরে, যেখানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারান এবং সহস্রাধিক মানুষ আহত হন।
সূত্র: এনডিটিভি