পাকিস্তানের সুপ্রিম কোর্টে গ্যাস বিস্ফোরণ, আহত কমপক্ষে ১২ জন

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:২৯:১৪ অপরাহ্ন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সুপ্রিম কোর্ট ভবনের বেসমেন্টে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত ভবনের বেসমেন্টে অবস্থিত ক্যান্টিনে এই বিস্ফোরণ ঘটে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আলী নাসির রিজভী জানান, গত তিন দিন ধরে ওই ক্যান্টিনে গ্যাস লিকেজের অভিযোগ পাওয়া যাচ্ছিল। একইসঙ্গে দুটি এয়ার কন্ডিশনারও ত্রুটিপূর্ণ ছিল। সেগুলো মেরামতের সময় বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
 

তিনি আরও জানান, আহত ৯ জনকে পলিক্লিনিক হাসপাতালে এবং তিনজনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুজনের মধ্যে একজনের শরীরের ৮০ শতাংশ ও অন্যজনের ৩০ শতাংশ পুড়ে গেছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।
 

স্থানীয় সংবাদমাধ্যম ডন প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, আদালত ভবনের মেঝেতে রক্তের দাগ এবং ভেতরের অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো ভবন কেঁপে ওঠে এবং আদালতের বিভিন্ন কক্ষ থেকে মানুষ দ্রুত বেরিয়ে আসে।
 

আইজি নাসির রিজভী বলেন, স্পেশাল ব্রাঞ্চ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং রেসকিউ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে কোনো বিস্ফোরক পদার্থের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]