
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুরের সাতমাথার বালাটাড়ি এলাকায় দেখা যায় এক হৃদয়ছোঁয়া দৃশ্য। স্থানীয় এক কৃষক নিজ গাছের পাকা কাঁঠাল পেড়ে আপ্যায়ন করেন এনসিপি নেতাদের।
বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গণসংযোগের অংশ হিসেবে যাত্রা করেন নেতাকর্মীরা। এ সময় কৃষকের আন্তরিকতায় মুগ্ধ হয়ে নেতারা বলেন, সাধারণ মানুষের ভালোবাসাই তাদের পথচলার প্রেরণা।
‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগানে এই পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন উত্তর অঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, জুলাই গণহত্যার বিচার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা এবং ঘোষণাপত্র বাস্তবায়নই তাদের আন্দোলনের লক্ষ্য।
আগামী ৩ আগস্ট ঢাকায় বৃহত্তর ছাত্র-শ্রমিক-জনতার পদযাত্রার ঘোষণা দেন নাহিদ ইসলাম।
উল্লেখ্য, শহীদ আবু সাঈদের সমাধিস্থ পবিত্র ভূমি থেকে ১ জুলাই পদযাত্রার সূচনা করে এনসিপি। গাইবান্ধা হয়ে রাতে রংপুরে অবস্থান শেষে বুধবার যাত্রা শুরু হয় কুড়িগ্রামের পথে।