জোটবদ্ধ দলকেও নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতা রাখল সরকার

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:২৪:৩৪ পূর্বাহ্ন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশগ্রহণ করতে হবে—এ বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়া ও বিধানগুলো আধুনিকায়নের অংশ হিসেবে এই সংশোধন আনা হয়।

নতুন বিধান অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। অর্থাৎ, জোটভুক্ত প্রার্থীকে নিজের দলের নির্ধারিত প্রতীকেই ভোট করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত কার্যত যৌথ প্রতীকের প্রচলন বন্ধ করছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আরপিও খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে বিএনপি জোটের প্রতীক ব্যবস্থার ধারা ২০ সংশোধনের বিরোধিতা করলেও, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে আরপিও ছাড়াও ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধনের কাজ সম্পন্ন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্র পরিচালনা, দেশি ও বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য প্রণীত নীতিমালাও হালনাগাদ করা হয়েছে।

এই ধারাবাহিক পরিবর্তনগুলোকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঠামো আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক করার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]