নতুন টেলিকম নীতিতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ, সতর্ক করলো আইএসপিএবি

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন

দেশে নতুন টেলিকম নীতি কার্যকর হলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি জানান, নীতিটি বাস্তবায়িত হলে বর্তমানে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজের খরচ ১০০ টাকা এবং এক হাজার টাকার সংযোগে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
 

আমিনুল হাকিম বলেন, নতুন টেলিকম পলিসি সংশোধন না করা হলে এর প্রভাব সরাসরি দেশের ডিজিটাল অবকাঠামোর ওপর পড়বে। তার ভাষায়, “নীতিতে পরিবর্তন না আনলে বাংলাদেশ কার্যত ডিজিটাল শাটডাউনের মুখে পড়তে পারে।”
 

তিনি রাজনৈতিক দলগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিষয়টিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান, যাতে নীতিমালা পুনর্বিবেচনার মাধ্যমে ইন্টারনেট সেবা সাধারণ মানুষের নাগালে রাখা সম্ভব হয়।
 

বর্তমানে দেশে প্রায় কোটিাধিক ব্যবহারকারী বিভিন্ন পর্যায়ের ব্রডব্যান্ড সেবা গ্রহণ করছেন। খরচ বাড়লে ইন্টারনেট ব্যবহারে স্থবিরতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।


 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]