নেপালের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে পাঁচ বিদেশি পর্বতারোহী ও দুই নেপালি গাইড প্রাণ হারিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর মঙ্গলবার সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে তুষারধস আঘাত হানলে আরও পাঁচজন গুরুতর আহত হন।
পুলিশ জানায়, নিহত বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা ও পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। গত সপ্তাহ থেকে নেপালের পাহাড়ি অঞ্চলে আবহাওয়া খারাপ রয়েছে; তুষারঝড় ও আকস্মিক তাপমাত্রা পতনের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করেন। এক দফা হেলিকপ্টার অভিযানও শুরু হয়েছিল, তবে ঘন কুয়াশা ও প্রবল বাতাসের কারণে সেটি স্থগিত করতে হয়। মঙ্গলবার ভোরে আবহাওয়া অনুকূলে এলে অভিযান আবার শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন থাপা।
ইয়ালুং রি শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতায় অবস্থিত এবং তুলনামূলকভাবে নবীন পর্বতারোহীদের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়। নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও আছে। সাধারণত বসন্ত মৌসুমে পর্বতারোহণ সবচেয়ে জনপ্রিয় হলেও, শরৎকালেও অনেক বিদেশি পর্বতারোহী ছোট ও মধ্যম উচ্চতার শৃঙ্গে আরোহণে যান। সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও নেপালের অনিশ্চিত পাহাড়ি আবহাওয়ার ঝুঁকি ও উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে নিয়ে এসেছে।