শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে গুমের অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গতকাল সোমবার চিফ প্রসিকিউটরের কাছে লিখিতভাবে এ অভিযোগ জমা দেন তিনি।

 

অভিযুক্ত অন্যরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমান, সিটিটিসির তৎকালীন প্রধান আসাদুজ্জামান, পুলিশের ডিসি কামরুল হাসান ও এডিসি সৈয়দ নসরুল্লাহ। 

অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের আশিক বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরের শেষের দিকে মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২০২২ সালে আবারও গুম করা হয়।’


আপনি বেশি কথা বলেন, আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ‘আপনি বেশি কথা বলেন। এমন এমন কথা বলেন, যা আদালতের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়।’ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের উদ্দেশে বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের ট্রাই্রব্যুনাল-১ গতকাল এ কথা বলেন। 


গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তৃতীয় দিনে দুজনের সাক্ষ্য গ্রহণ হয়। জেরার এক পর্যায়ে নিহত নাদিম মিজানের স্ত্রী তাবাসসুম আক্তার নিহার উদ্দেশে আমির হোসেন বলেন, ‘আপনার স্বামীকে কে গুলি করেছিল, আপনি কি দেখেছেন?’ এমন প্রশ্নে আপত্তি জানিয়ে প্রসিকিউশন থেকে বলা হয়, ‘একই প্রশ্ন আপনার আগের আইনজীবীও করেছেন। তখন আপনি ভেটো দিয়েছেন।’ ঠিক তখনই আমির হোসেনকে ট্রাইব্যুনাল বলেন, ‘এতে আপনার লাভ কী হবে। তাঁর স্বামী মারা গেছে– এটাই এভিডেন্স। এ ছাড়া আপনার আসামিদের নামও বলা হয়নি।’ জবাবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, ‘লাভের হিসাব অনেক দীর্ঘ। এ প্রশ্নে আমার আসামিদের লাভ হতেও পারে।’

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]