নভেম্বরের রাতের আকাশে দেখা মিলবে এক মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার—লিওনিড উল্কাবৃষ্টি। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০টি উল্কা ঝরে পড়ার পূর্বাভাস দিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১৬ নভেম্বর রাত ১২টা থেকে ১৭ নভেম্বর ভোর ৩টার মধ্যে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই সময় আকাশে মাত্র এক ফালি চাঁদ থাকবে, যা উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এছাড়া, তিন দিন পরই অমাবস্যা থাকায় চাঁদহীন অন্ধকার আকাশ উল্কার আলোকচ্ছটাকে আরও উজ্জ্বল করে তুলবে।
আকাশপ্রেমীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে খোলা জায়গা বা ছাদে মাদুর পেতে উত্তর আকাশের দিকে তাকিয়ে থাকতে, বিশেষ করে সিংহরাশির দিকে। কারণ, উল্কাগুলিকে মনে হবে যেন ওই রাশিতেই উৎপত্তি হচ্ছে।
লিওনিড উল্কাবৃষ্টির উৎস হলো ‘৫৫পি/টেম্পল-টাটল’ ধূমকেতু। ১৬৯৯ সালে সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় ধূমকেতুটি কক্ষপথে ধুলিকণার বিশাল লেজ রেখে যায়। প্রতি বছর নভেম্বর মাসে পৃথিবী সেই ধুলোমেঘের মধ্য দিয়ে অতিক্রম করে, আর তখনই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এই কণাগুলো ঘর্ষণে জ্বলে ওঠে। ফলে সৃষ্টি হয় চমৎকার ‘তারাখসা’ বা উল্কাবৃষ্টির দৃশ্য।
জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, এবার উল্কাগুলির পথ হবে দীর্ঘ এবং উজ্জ্বল। আকাশে ছুটে যাওয়ার সময় তারা ধোঁয়ার রেখা তৈরি করবে ও রং পরিবর্তনের সৌন্দর্যও দেখা যেতে পারে। ফলে, নভেম্বরের এই রাতটি হতে চলেছে আকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় মহাজাগতিক উৎসব।