অক্টোবরে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে ৩.৮২ বিলিয়ন ডলার, তৈরি পোশাক খাত শীর্ষে

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৭:০৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৭:০৮:৪০ পূর্বাহ্ন

চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এ মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩,৮২৩.৮৬ মিলিয়ন মার্কিন ডলার, যা সেপ্টেম্বরের তুলনায় ৫.৪১ শতাংশ বেশি।
 

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে ১৬,১৩৭.০৩ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের ১৫,৭৮৬.৩২ মিলিয়ন ডলারের তুলনায় এটি ২.২২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
 

রপ্তানির শীর্ষস্থানীয় খাত হিসেবে তৈরি পোশাক (RMG) শিল্প তার নেতৃত্ব ধরে রেখেছে। শুধুমাত্র অক্টোবর মাসেই এই খাত থেকে আয় হয়েছে ৩,০১৯.৯৪ মিলিয়ন ডলার। নিটওয়্যার এবং ওভেন পোশাক—দুই উপখাতই মূল অবদান রেখেছে মোট রপ্তানি আয়ে।
 

তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি ও হালকা প্রকৌশল খাতও রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
 

প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৮৯ শতাংশ ও ২.৮২ শতাংশ। একই সময়ে চীন, সৌদি আরব, কানাডা ও স্পেনেও বাংলাদেশের রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৫ শতাংশ, ১৫.৩৭ শতাংশ, ১২.৩৬ শতাংশ ও ১২.৬৪ শতাংশ।
 

যদিও সামগ্রিকভাবে বছরওয়ারি প্রবৃদ্ধি কিছুটা মন্থর, তবু মাসওয়ারি রপ্তানির এই ধারাবাহিক বৃদ্ধি বাংলাদেশের রপ্তানি শিল্পের স্থিতিশীলতা ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিফলন বলে বিশ্লেষকদের মন্তব্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]