জুলাই সনদ এককভাবে ঘোষণা করা হলে তা হবে দলীয়, সার্বজনীন নয়: পার্থ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:২৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:২৪:২৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, যদি কোনো দল একাই জুলাই সনদ ঘোষণা করে, তবে তা দলীয় সনদ হবে, সার্বজনীন নয়।
 
বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
 
পার্থ বলেন, “জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, সবাই একমত হলেই তা ঘোষণা করা যেতে পারে। তবে কেউ একতরফাভাবে ঘোষণা করলে তা গ্রহণযোগ্যতা পাবে না।”
 
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। এই সময়ে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন প্রাকটিক্যাল নয়। কেউ যদি পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনী ষড়যন্ত্র কিংবা সময় পেছানোর চেষ্টা করে, সেটি ভেবে দেখা প্রয়োজন।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]