ভেনেজুয়েলায় মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে: ট্রাম্প

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৫:২৯:০৮ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতার দিন শেষের পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।
 

রোববার (২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-এর জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এর সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, এমন প্রেক্ষাপটে এই বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে।
 

সাক্ষাৎকারে সঞ্চালক নোরা ও’ডনেল জানতে চান, মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় কি শেষের পথে? জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।” তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করতে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি এখনই তা বলব না, তবে এটা সম্ভব।”
 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। তবে ট্রাম্প এসব খবর অস্বীকার করে বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
 

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ বৃদ্ধির জন্য ভেনেজুয়েলাকে দায়ী করেছেন। তার অভিযোগ, মেক্সিকো উপসাগর হয়ে মাছ ধরার নৌকার আড়ালে মাদক ও অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। এ অভিযোগে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্র অন্তত ১৪টি হামলা চালিয়েছে, যাতে ৬৪ জনেরও বেশি নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে সমালোচনা করেছে।
 

সূত্র: আলজাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]