নেত্রকোনায় তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক বরখাস্ত

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৯:৩২:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৯:৩২:১৩ অপরাহ্ন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয়ে ক্লাসে তিন ছাত্রীকে পেটানোর অভিযোগে খণ্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম রোববার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
 

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবম শ্রেণির ক্লাস চলাকালে শিক্ষক স্মরণ তালুকদার তিন ছাত্রীকে বেত্রাঘাত করেন। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 

ঘটনা জানাজানি হলে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা এসিল্যান্ড এম এ কাদের জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং লিখিত প্রতিবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থী বা অভিভাবক কেউ আনুষ্ঠানিক অভিযোগ না করলেও শিক্ষা কর্মকর্তার নির্দেশে সংশ্লিষ্ট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।”
 

এদিকে অভিযুক্ত শিক্ষক স্মরণ তালুকদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]