অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ প্রক্রিয়া আগামীকাল সোমবার (৩ নভেম্বর) থেকে শুরু হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা।
রোববার (২ নভেম্বর) ২১তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। দুপুরে তারা ঘোষিত কর্মসূচি অনুযায়ী যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে বিকেলে শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে তারা জানান, সোমবারের মধ্যেই অনুদানভুক্ত মাদ্রাসার জাতীয়করণ প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তবে, এই আশ্বাসে সন্তুষ্ট নন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, দেশের সব ইবতেদায়ি মাদ্রাসাকে একযোগে জাতীয়করণের আওতায় আনতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে। শিক্ষক নেতাদের বক্তব্যে জানা যায়, ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এবং ৩০ অক্টোবরের মধ্যে গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দেন।
এর আগে ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত অর্ধশত শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। আহতদের চিকিৎসা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।