৩০০ আসনে লড়ার ঘোষণা, ফেব্রুয়ারিতে দ্রুত নির্বাচন চায় জাতীয় নাগরিক পার্টি

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৪:৫৯:২০ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই কাজ করছি। এই মাসের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। তখনই জানা যাবে কে কোথা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।”
 
নাহিদ ইসলাম আরও জানান, তিনিও ঢাকার কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
 
দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা তুলনামূলক নতুন দল। মাত্র এক বছর আগে যাত্রা শুরু করেছি, তাই দল গোছাতে পুরোপুরি সময় পাইনি। তবু আমরা কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর পক্ষে নই। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটিই দেশের জন্য উত্তম হবে।”
 
দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন আমাদের জন্য একটি প্রথম চ্যালেঞ্জ, একটি টেস্ট। আমরা দীর্ঘ মেয়াদে দেশের রাজনীতিতে টেকসই ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। ভালো করি বা খারাপ করি, চূড়ান্ত রায় জনগণই দেবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]