১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৭:০৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৭:০৬:৪৩ অপরাহ্ন
সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
 
প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে এবং জাতীয় দিবস পালনের পরিপত্রে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 
অন্যদিকে, ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সাধারণ ছুটি থাকবে।
 
এর আগে গত ২৫ জুন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার পরিপত্রও জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]