মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা এলাকায় সেনাবাহিনী ও র্যাব-১২ (সিপিসি-৩) এর যৌথ অভিযানে একটি ভারতীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মহাসড়কের পাশে ডাকাত দল সশস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়, ফলে ঘটনাস্থল থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, উদ্ধারকৃত অস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, প্রশাসনের চলমান অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।