বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ভারি বর্ষণ হতে পারে।
শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (৫ জুলাই) ও রোববার (৬ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।