বাহরাইনে মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:৫৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:৫৫:৫৯ অপরাহ্ন

বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এসব বৈঠকে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
 

শনিবার (১ নভেম্বর) বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় বাহরাইনের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
 

অন্য এক বৈঠকে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদহেলের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানান তৌহিদ হোসেন। তিনি বিশেষভাবে ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ শ্রমিক ও প্রবাসী পরিবারের জন্য ফ্যামিলি ভিসা সুবিধা পুনর্বহালের ওপর গুরুত্বারোপ করেন।
 

উপমন্ত্রী আল ফাদহেল জানান, বাহরাইন সরকার ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা চালুর উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তি নিয়েও দুই পক্ষ আলোচনা করেন।
 

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাআদ আল মুরাইখির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষ থেকে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেন। কাতারি প্রতিমন্ত্রী আশ্বাস দেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাতারের সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া, এশিয়ার আস্থা ও সহযোগিতামূলক পদক্ষেপ (CICA) সংস্থার মহাসচিবের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা সংস্থাটিকে এশিয়ায় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
 

মানামা সংলাপে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও কূটনীতিকরা অংশ নিচ্ছেন। সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সহযোগিতা এবং পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]