ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করে বলেছেন যে, ভেনেজুয়েলার বিপুল তেল ও গ্যাস সম্পদ লুণ্ঠন করার অজুহাত খুঁজছে ওয়াশিংটন। তার দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, তার মূল উদ্দেশ্য হলো দেশটিতে যুদ্ধ বাধিয়ে এবং সরকার পরিবর্তন করে প্রাকৃতিক সম্পদ দখল করা। মাদুরো আরও জোর দিয়ে বলেন যে, ভেনেজুয়েলায় যদি তেল, গ্যাস, সোনা এবং উর্বর জমি না থাকত, তবে যুক্তরাষ্ট্র হয়তো এই দেশটিকে চিনতও না।
নিকোলাস মাদুরোর এই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান তীব্র ভূ-রাজনৈতিক সংঘাতকে আরও উসকে দিল। প্রেসিডেন্ট মাদুরো দীর্ঘদিন ধরেই তার দেশের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার জন্য মার্কিন সরকারের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা ও হস্তক্ষেপকে দায়ী করে আসছেন। মাদুরোর মতে, তার প্রশাসন আন্তর্জাতিক আইন মেনে চললেও, যুক্তরাষ্ট্র স্রেফ তাদের বিশাল জ্বালানি সম্পদের দিকে নজর দিয়েছে।
কারাকাস থেকে দেওয়া এক বিবৃতিতে মাদুরো বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে পরিচালিত এই 'আগ্রাসন'-এর নেপথ্যে রয়েছে তার দেশের প্রমাণিত তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর তথ্যানুযায়ী, ভেনেজুয়েলায় বিশ্বের অন্যতম বৃহৎ তেলের মজুত রয়েছে।