জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯০০ মিলিয়ন ইউরো ব্যয়ে ব্যর্থ ড্রোন প্রকল্পে অনুমোদন দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে। দেশটির জনপ্রিয় দৈনিক বিল্ড জানিয়েছে, প্রতিযোগিতাহীন দরপত্রের মাধ্যমে এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়, যেগুলো পরে পরীক্ষায় ব্যর্থ হয়। প্রতিবেদনে বলা হয়, মন্ত্রণালয় ‘অন্ধভাবে উড্ডয়ন’ করেছে—অর্থাৎ কোনো কার্যকারিতা মূল্যায়ন ছাড়াই বিপুল অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিরোধী দলীয় এমপিরা এখন পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের নেতৃত্বাধীন টিম বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করেছে। ফলে, অকার্যকর ও ব্যয়বহুল এই প্রকল্পগুলো রাষ্ট্রের অর্থের ভয়াবহ অপচয়ে পরিণত হয়েছে।
ঘটনাটি এমন সময় প্রকাশ্যে এসেছে, যখন ইউরোপে প্রতিরক্ষা খাতে স্বচ্ছতা ও ব্যয়ের কার্যকারিতা নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা জার্মান প্রতিরক্ষা ব্যবস্থাপনার ওপর জনআস্থায় বড় ধাক্কা দিতে পারে।