আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করলো বাংলাদেশ সরকার

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৬:৪৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৬:৪৯:১৬ অপরাহ্ন
বাংলাদেশ সরকার জুন মাসে ভারতের আদানি পাওয়ারকে ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। এর মাধ্যমে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটির সব বকেয়া সম্পূর্ণ পরিশোধ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 
মঙ্গলবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আদানি পাওয়ার কর্তৃপক্ষ বলেছে—এটাই বাংলাদেশ থেকে তাদের প্রাপ্ত সবচেয়ে বড় এককালীন অর্থ। এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে তারা ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পেতেন।
 
বাংলাদেশ সরকার ২০১৭ সালের ৫ নভেম্বর আদানির সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি করে। এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার।
 
১৬০০ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছিল আদানি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বকেয়া আদায়ে গত বছরের ৩১ অক্টোবর বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে প্রতিষ্ঠানটি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]