জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি’ বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সংস্থাটির কার্যকরী সভাপতি মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৯ অক্টোবর প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বাতিল করায় তারা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, প্রশাসনের কয়েকজন উপদেষ্টা ও কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ‘রুলস অব বিজনেস’-এর ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে ওই কমিটি গঠন করেছিলেন, যা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি করে। তাদের অভিযোগ, এই কমিটির মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবিত কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ন করা হয়েছিল, ফলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হয়।
ফোরামের দাবি, শুধু কমিটি বাতিল করাই যথেষ্ট নয়; গত এক বছরে জনপ্রশাসনে অরাজকতা ও অকার্যকরতা সৃষ্টির সঙ্গে যারা জড়িত ছিলেন, সেই সব উপদেষ্টা ও কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তারা প্রস্তাব করেছেন, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হোক।
সংগঠনটি মনে করে, প্রশাসনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়াই হতে পারে কার্যকর সমাধান।