শেখ রেহানার স্বামী ও দেবরের সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৫:১৪:৩৯ অপরাহ্ন
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী তারিক আহমেদ সিদ্দিক ও দেবর শফিক আহমেদ সিদ্দিকের একটি জমি ও একটি ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। দুদকের পক্ষে আদালতে সম্পদ জব্দের আবেদন করেন সরকারি সংস্থাটির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। জানা যায় জব্দকৃত ওই জমি ও ভবনের মূল্য ১৫ কোটি টাকা। এসব সম্পদের দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত। জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে— শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৯.৫০ শতাংশ জমিতে নির্মিত ১০ তলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭.০০ শতাংশ জমিতে অবস্থিত। আবেদনে দুদক উল্লেখ করেছে, তাদের (তারিক আহমেদ ও শফিক আহমেদ) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা উল্লিখিত স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দেওয়া প্রয়োজন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে দুদকের এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]