ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী ওয়াবদা মোড়ে তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের পদ-পদবিধারী বা ঘনিষ্ঠ ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে কমিটি বাতিল না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী ও থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসে তারা শান্ত হয়ে অবরোধ তুলে নেন।
স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এবং যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।