অনিয়মিত জীবনযাপন ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে: বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১২:২৪:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০১:২৯:৪৩ পূর্বাহ্ন

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেস-২০২৫’। উদ্বোধনী দিনে দেশি ও বিদেশি ক্যানসার বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, খাদ্যাভ্যাসে অনিয়ম ও অস্বাস্থ্যকর জীবনযাপন অব্যাহত থাকলে ভবিষ্যতে ক্যানসার নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে পড়বে।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। খাদ্যে ভেজাল, বায়ুদূষণ ও জীবনযাত্রায় অস্বাস্থ্যকর পরিবর্তনকে তারা এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন।
 

সম্মেলনে ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা বিশেষজ্ঞসহ প্রায় ১২০০ জন ক্যানসার চিকিৎসক, গবেষক ও পেশাজীবী অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, “বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে ক্যানসার রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক রোগী এখনো চিকিৎসার আওতার বাইরে।”
 

তিনি আরও বলেন, “দেশে আধুনিক ক্যানসার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরি এখন সময়ের দাবি। ক্যানসার মোকাবিলায় সরকার, চিকিৎসক ও গবেষকদের একসঙ্গে কাজ করতে হবে।” তিনি সরকারের প্রতিটি জেলায় ক্যানসার ইউনিট স্থাপনের উদ্যোগকে ‘সময়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

এবারের আয়োজনে একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর ও গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য খ্যাতনামা ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন।

অনকোলজি ক্লাবের সভাপতি ডা. এম এ হাই ও সাধারণ সম্পাদক ডা. এ এম এম শরীফুল আলমের নেতৃত্বে বাংলাদেশের প্রখ্যাত অনকোলজিস্ট, বিজ্ঞানী ও গবেষকরা বিভিন্ন একাডেমিক সেশনে অংশ নিচ্ছেন, যেখানে ক্যানসার প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও গবেষণার নতুন দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]